
Oplus_131072
প্রদেশ বিজেপির উদ্যোগে সোমবার সকালে ৬০টি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন স্বপ্না দাস। নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “নারী শক্তিতে বিশ্বাস রাখায় প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বদের প্রতি কৃতজ্ঞ। দলের দেওয়া দায়িত্ব সফলভাবে বাস্তবায়নে আমি নিরলস প্রচেষ্টা চালাব।”
কলাবিভাগে স্নাতক এবং প্রতাপগড়ের স্থায়ী বাসিন্দা স্বপ্না দাস দলের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করে বলেন, ২০২৮ সালের নির্বাচনে কেন্দ্রটি পুনরায় বিজেপির হাতে তুলে দেওয়াই তার প্রধান লক্ষ্য। “আমরা নারী, আমরা পারি”—এই দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দলের কল্যাণমূলক আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।
দলের ভেতরে শৃঙ্খলা ও অনুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর স্বপ্না দাস তোলাবাজি ও ধন্ধাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে যারা অবৈধ কার্যকলাপে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের কল্যাণে কাজ করাই বিজেপির মূলমন্ত্র। সেই জায়গায় কোনো অব্যবস্থা বরদাস্ত করা হবে না।”
এই কেন্দ্রের উন্নয়নে প্রচুর সুযোগ রয়েছে, যা দলের নেতৃত্বের সক্রিয় সহযোগিতায় পূরণ করা সম্ভব।” তিনি আরও জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে দল সর্বদা পাশে থাকবে।
নবনিযুক্ত সভাপতিকে দলের কর্মী ও সমর্থকরা ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান। স্বপ্না দাসের নেতৃত্বে দলের একাংশ নতুন করে কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী। তবে দলের ভেতরে থাকা অসঙ্গতি দূর করে তিনি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।