
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, বাইখোড়া থানার পাশে পুলিশের একটি অস্থায়ী বিশ্রামাগাড়ে সিপিআইএমের পতাকা নিয়ে শাসক দলের যুব মোর্চার সদস্যদের আচরণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি সোমবার দুপুরের, যখন স্থানীয় মানুষ দেখতে পান পুলিশের বিশ্রামাগাড়ে সিপিআইএমের প্রচারসজ্জার কিছু পতাকা রাখা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের অবর্তমানে কে বা কারা এই পতাকা রেখে গেছে। বাইখোড়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার অর্জন চাকমা বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু শাসক দলের কর্মীরা পুলিশের কোনো কথাই শুনতে রাজি হননি।
সোমবার বাইখোড়া বাজারে ৩৮ জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান চলাকালীন ঘটনাটি সামনে আসে। জাতীয় সড়কের পাশে পুলিশের তৈরি অস্থায়ী বিশ্রামাগাড়ে সিপিআইএমের পতাকা দেখে বিজেপির যুব মোর্চার সদস্যরা পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী এবং তার সহযোগীরা পুলিশকে ধমক দেওয়া শুরু করেন। তারা দাবি করেন, সরকারি স্থাপনায় বিরোধী দলের পতাকা রাখা কেন অনুমোদিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি যতটা না গুরুতর ছিল, তার চেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করেছে শাসক দলের নেতাদের অযাচিত হস্তক্ষেপ। অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার পরিবর্তে বিরোধী দলকে কোণঠাসা করতে গিয়ে শাসক দলের কিছু সদস্য নিজেদের অবস্থান হাস্যকর করে তুলছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিপিআইএমের প্রচার সজ্জার কাজে নিয়োজিত শ্রমিকরা পতাকাগুলি রাস্তার পাশে না ফেলে অস্থায়ী বিশ্রামাগাড়ে রেখে চলে গিয়েছিলেন। তখন সেখানে কোনো পুলিশ কর্মী উপস্থিত ছিলেন না। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রতি শাসক দলের আচরণ প্রশ্নের মুখে ফেলেছে তাদের আচরণগত পরিপক্বতাকে।
যেখানে সরকার এবং শাসক দলের কাজ হওয়া উচিত রাজ্যের মানুষের আস্থা অর্জন করা, সেখানে এই ধরণের অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অযথা বিতর্ক তৈরি না করে শাসক দলকে বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।