আগরতলা পুর নিগমের বিজেপি শাসনের তিন বছর পূর্তি উপলক্ষে ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ নাগরিক সংবর্ধনা এবং জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী দাস দেওয়ান, পুর নিগমের পূর্ব জোনালের চেয়ারম্যান সুখময় সাহা সহ আরও অনেকে।
ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এদিন জানান, পুর নিগমের কর্পোরেটররা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পুরবাসীদের প্রতিশ্রুতি পূরণে কাজ করে চলেছেন। গত তিন বছরে আগরতলা শহরের চেহারায় ইতিবাচক পরিবর্তন এসেছে, যদিও অনেক কাজ এখনো বাকি। পুর নিগম প্রতিনিয়ত জনতার সাথে আলোচনা করে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিজেপি শাসিত পুর নিগম প্রতিষ্ঠার পর থেকে ৫১টি ওয়ার্ডেই পানীয় জল, রাস্তা নির্মাণ, ড্রেন সংস্কার এবং শহরের আধুনিকীকরণের কাজ হয়েছে। বামফ্রন্টের ২৫ বছরের শাসনের সঙ্গে তুলনা করে জনগণ উন্নয়নের এই অগ্রগতিকে বিচার করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে প্রায় ১ হাজার নাগরিকের মধ্যে এলইডি লাইট এবং শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কর্পোরেটর শিল্পী দাস দেওয়ান।
ডেপুটি মেয়র আরও জানান, বিজেপি সরকার জনকল্যাণমূলক কাজকে প্রাধান্য দিচ্ছে, যা মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করেছে। এই ধরনের জনসেবামূলক উদ্যোগ প্রতিটি ওয়ার্ডে চলছে।
উল্লেখ্য, আগরতলা পুর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে জনসেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নাগরিকদের উন্নয়ন ও সেবার লক্ষ্যে আরও পরিকল্পনা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন ডেপুটি মেয়র।