
প্রতিনিধি অনুপম পাল | কৈলাসহর
কৈলাসহর শহরে এক নাবালিকাকে ঘিরে চাঞ্চল্যকর মারধরের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, নিজের কাকা ও পিসির হাতে নির্মমভাবে আক্রান্ত হয়েছে বছর সতেরোর এক কিশোরী। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কৈলাসহরের বৌলাবাসা এলাকায়। জানা গেছে, ফরিন্দ্র মালাকার নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। ফরিন্দ্রবাবুর পৈতৃক বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র রেখে যাওয়া হয়েছিল, যেগুলি আনতে তাঁর মেয়ে পিয়ালী মালাকার বৃহস্পতিবার সকালে সেখানে যায়।
অভিযোগ অনুযায়ী, পিয়ালী বাড়িতে পৌঁছাতেই তার কাকা তপেন্দ্র মালাকার ও পিসি মনিকা নোয়াতিয়া মিলে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে। পিটুনির ফলে পিয়ালীর মাথা ফেটে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁর মাথায় ১২টি সেলাই পড়ে। চিকিৎসার পর প্রাথমিকভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পিয়ালীর বাবা ফরিন্দ্র মালাকার অভিযুক্ত তপেন্দ্র মালাকার ও মনিকা নোয়াতিয়ার বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তৎপরতা শুরু হয়েছে। এলাকার মানুষ এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।