আগরতলা নিজস্ব প্রতিনিধি,ত্রিপুরায় বিজেপির ৬০টি মণ্ডলের নবনিযুক্ত সভাপতিদের নাম ঘোষণার পরই তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি স্পষ্টভাবে জানান, “দলের নীতি নির্দেশিকার বাইরে যাওয়া যাবে না, এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। ক্ষমতার অপব্যবহার করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।”
সম্প্রতি মণ্ডল সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা চলছিল। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, মণ্ডল সভাপতির পদে নির্বাচনের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের সীমা নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও বেড়ে যায়, কারণ অনেক মণ্ডল থেকে একাধিক প্রার্থী নিজেদের নাম প্রস্তাব করেন। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সুস্পষ্ট নীতির ওপর ভিত্তি করেই শেষ পর্যন্ত মণ্ডল সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়।
নবনিযুক্ত সভাপতিদের উদ্দেশ্যে বিপ্লব কুমার দেব বলেন, “ভারতীয় জনতা পার্টিতে মানুষই সর্বোপরি। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে। শুধু পার্টি অফিসে উপস্থিতি দেখানো বা ক্ষমতার দম্ভ দেখানোর কোনো স্থান নেই। জনগণের সঙ্গে থাকতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ মনে করেন যে পদ পাওয়ার পর যা খুশি তা করবেন, তাদের পতন নিশ্চিত। দায়িত্ব পালন করতে হবে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে।”
নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার প্রক্রিয়া নিয়ে কিছুটা বিলম্ব হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ত্রিপুরা সফর এবং এনইসি বৈঠক ঘিরে প্রশাসনিক ব্যস্ততার কারণে নাম ঘোষণা পিছিয়ে যায়। তবে সোমবার সকালে বিজেপি স্টেট রিটার্নিং অফিসার এস.সি. দেব মণ্ডল সভাপতিদের নাম প্রকাশ করেন।
ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে মণ্ডল সভাপতিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকারই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বিপ্লব কুমার দেবের এই বার্তা দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের আদর্শ অনুযায়ী কাজ করার গুরুত্বকেই পুনর্ব্যক্ত করল।