
ধর্মনগর থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য মিলেছে। রবিবার বিকেলে ধর্মনগর-কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় পুলিশের নাকা পয়েন্টে এক রুটিন তল্লাশির সময় সন্দেহজনকভাবে একটি অল্টো গাড়িকে আটক করা হয়। গাড়িটি ছিল TR050382 নম্বরযুক্ত, এবং এটি দেখে আনন্দবাজার এসপিও ক্যাম্পের কর্মীদের সন্দেহ হয়।
পরবর্তীতে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন কক্ষ থেকে ৫০ বোতল এস্কোপ কফ সিরাপ ও ৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই মাদকদ্রব্যগুলোর চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এই অভিযানে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে মাদকের অবৈধ কারবার পুরোপুরি বন্ধ হয়।
এদিকে, রাজ্যের অন্যান্য এলাকাতেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এমন পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।