
oplus_2
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
জনজাতি গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ধরতি আবা জন ভাগিদারি অভিযান উপলক্ষে আজ কৈলাসহরে জেলাশাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলা শাসক তমাল মজুমদার জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের অবদান স্মরণে কেন্দ্র সরকার ২০২১ সালে ১৫ নভেম্বরকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করে, যা মহাবীর বিরসা মুন্ডার জন্মদিন।
২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ নভেম্বর পর্যন্ত সময়কে ‘জনজাতি গৌরব বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী ‘ধরতি আবা জন ভাগীদারি অভিযান’-এর আয়োজন করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো জনজাতি সম্প্রদায়ের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।
এই কর্মসূচির আওতায় ঊনকোটি জেলার চারটি ব্লকের মোট ২১টি আদিবাসী গ্রাম এবং ৪২,১৭৪ জন আদিবাসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জেলার মোট আদিবাসী জনসংখ্যার প্রায় ৭৮ শতাংশ। জেলা ও ব্লক স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গৃহীত হয়েছে যাতে একটিও আদিবাসী পরিবার, বিশেষ করে অরক্ষিত উপজাতি গোষ্ঠী, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
জেলাশাসক জানান, এই অভিযান শুধুমাত্র স্মরণ নয়, বরং আদিবাসী সমাজের মর্যাদা ও ন্যায্য উন্নয়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।