
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ধনবিলাস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আজ সম্পন্ন হলো। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছিল, আর আজকের ফাইনালে মুখোমুখি হয়েছিল অপুনবা মেইথেই লুপ ও ছাতি মেডিকেল হল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ছাতি মেডিকেল হল জয়লাভ করে।
চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, বিশেষ অতিথি ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, এবং আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সন্দীপ দেবরায় বলেন,”খেলাধুলা শুধু বিনোদন বা প্রতিযোগিতা নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। আজকের তরুণ প্রজন্মকে যদি নেশার অন্ধকার থেকে দূরে রাখতে হয়, তবে তাদের মাঠমুখী করতে হবে। ধনবিলাস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের মতো উদ্যোগ যুব সমাজকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করবে।একটি সমাজ যখন নেশার কবলে পড়ে, তখন শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু খেলাধুলা পারে সেই বিপদ থেকে আমাদের রক্ষা করতে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ফলে তরুণরা মাঠে সময় কাটাবে, নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে এবং মাদকাসক্তির মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকবে।” তিনি এও বলেন চন্ডীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী প্রতিনিয়ত যুবসমাজকে কিভাবে নেশা মুক্ত রাখা যায় এবং মাঠ মুখো করা যায় সেই বিষয়ের উপর জোর দিচ্ছেন।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তারা মনে করেন, তরুণদের জন্য এমন আয়োজন শুধু খেলার মাঠেই নয়, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবে।