নিজস্ব প্রতিনিধি, আগরতলা,দেশ ও রাজ্যের অর্থনৈতিক উন্নতিতে ক্রেডিট-ডিপোজিট (সিডি) রেশিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ উত্তর-পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর জন ধন যোজনার আওতায় ত্রিপুরায় ১০ লক্ষ ৮৩ হাজার জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা রাজ্যের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় সাফল্য।
এছাড়া রাজ্যের প্রতিটি জেলায় এটিএম পরিষেবা চালু হয়েছে এবং প্রধানমন্ত্রীর মুদ্রা লোন প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসারে ঋণ প্রদান করা হচ্ছে, যা রাজ্যের কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের অধিকাংশ গ্রাম এখন ব্যাঙ্কিং পরিষেবার আওতায় এসেছে। কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো যেমন— কৃষি, এমএসএমই ও মুদ্রা ঋণ প্রকল্প, এগুলো সফলভাবে রূপায়ণের মাধ্যমে ত্রিপুরার আর্থিক ব্যবস্থাকে উন্নত করা হচ্ছে।
সিডি রেশিও প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যাংকগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিডি রেশিও বাড়ানোর মাধ্যমে ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে, যা শিল্প ও কৃষি খাতে উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে ব্যাংকগুলি সিডি রেশিও বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।
উত্তর-পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলন এই অঞ্চলের আর্থিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাষণে সেই উন্নয়ন পরিকল্পনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।