দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,বাইক দুর্ঘটনায় আহত দেনজাই লাল হালামকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ জিবি হাসপাতালে যান ত্রিপুরা রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে দেখা করে দেনজাই লালের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ১৭নং বুথের বিজেপি কার্যকর্তা দেনজাই লাল হালাম কয়েকদিন আগে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার দ্রুত আরোগ্যের জন্য দলীয় কর্মী ও সমর্থকরা প্রার্থনা করছেন।