
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
আজ দেওরাছড়া এডিসি ভিলেজের বেলকুম বাড়ি এইচ এস বিদ্যালয় চত্বরে উদ্বোধন হল আন্তর্জাতিক মানের সিন্থেটিক ফুটবল মাঠের এবং সূচনা হল রাজ্য ভিত্তিক ৬৪তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের। রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই গর্বের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিরেক্টর কেশব কর, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিরেক্টর কেশব কর বলেন,
“আজকের দিনটি শুধুই মাঠ উদ্বোধনের দিন নয়, এটি ক্রীড়াক্ষেত্রে এক নতুন মাইলফলক। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদনে তৈরি হয়েছে এই আন্তর্জাতিক মানের মাঠ।”
তিনি আরও বলেন,”পরিকাঠামোগত ঘাটতির কারণে ফুটবলের প্রতিভা হারিয়ে যাচ্ছিল। এই মাঠ ক্রীড়াক্ষেত্রে নতুন দিশা দেখাবে। এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের জাতীয় স্তরের খেলোয়াড় উঠে আসবে।”তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এমন একটি আধুনিক মাঠ গড়ে তোলার জন্য।
মন্ত্রী টিংকু রায় বলেন,”এক সময় রাজ্যের খেলা ও ক্রীড়া পরিকাঠামো আগরতলা কেন্দ্রীক ছিল। কিন্তু এখন আমরা খেলাধুলাকে শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে নিয়ে যাচ্ছি। রাজ্যের প্রতিটি কোণায় সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।”
মন্ত্রী আরও জানান,”এই মাঠে একটি ডেডিকেটেড ফুটবল কোচিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ফাইল প্রসেস হয়েছে। একজন দক্ষ ফুটবল কোচ অথবা পি.আই. নিয়োগ করা হবে। পাশাপাশি ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর থেকে ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলও তৈরি করা হবে মাঠের পাশে।”
তিনি বলেন,”এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনা হয়েছে। কৈলাসহরে যুব আবাস ও মহিলা হোস্টেল নির্মাণ হচ্ছে। উদয়পুরেও যুব আবাসের কাজ চলছে। বর্ষাকালে খেলাধুলা যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য রাজ্যে তিনটি ইন্ডোর হল নির্মাণের কাজ চলছে, যার একটি কৈলাসহর কলেজ মাঠে তৈরি হবে।”
তিনি রাজ্যের ক্রীড়াবিদদের সাফল্যের প্রসঙ্গে বলেন,”গত ছয় বছরে রাজ্যের ক্রীড়াবিদরা ৫০টি স্বর্ণপদক, ৫০টি রৌপ্যপদক ও ৭টি ব্রোঞ্জ পদক জিতেছে। জাতীয় স্তরে আমাদের খেলোয়াড়রা রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী, দুনাচার্য্য, অর্জুন ও খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে।”
এই সুব্রত মুখার্জি কাপ টুর্নামেন্টে রাজ্যের আটটি জেলার অনূর্ধ্ব-১৫ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খোয়াই জেলা একাদশ এবং সিপাহীজেলা একাদশ মুখোমুখি হয়। ম্যাচ চলাকালীন মাঠে উপচে পড়া ভিড় এবং টুর্নামেন্ট ঘিরে মানুষের উন্মাদনা লক্ষ্য করা যায়।
এই উন্নয়নমূলক পদক্ষেপ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে খেলাধুলার প্রসার ঘটিয়ে আগামীদিনে আন্তর্জাতিক মানের প্রতিভা গড়ে তোলার ভিত্তি তৈরি করবে, এটাই প্রত্যাশা সকলের।