নিজস্ব প্রতিনিধি,রবিবার সন্ধ্যায় ত্রিপুরার সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লকের ৮ নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি সাতচাঁদ থেকে মনু বাজার যাওয়ার পথে ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, TR08C 6903 নম্বরের গ্লেমার বাইকে নতুন কুমার ত্রিপুরা (৪১) ও ধর্মেন্দ্র ত্রিপুরা (২৪) ছিলেন, এবং TR08G 5274 নম্বরের পালসার বাইকে ছিলেন মন্টু দাস নামে ২০ বছরের এক যুবক। উভয় বাইক সাতচাঁদ বাজার থেকে মনু বাজারের দিকে যাচ্ছিল। তবে, TR08C 6903 বাইকটির চালক নতুন কুমার ত্রিপুরা হঠাৎ বামদিকে বাঁক নেওয়ার সময় পেছন থেকে TR08G 5274 বাইকটি এসে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষে দুই বাইকের তিন আরোহীই আহত হন। স্থানীয়রা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে মনুবাজার অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মনুবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। আহত তিনজন বর্তমানে মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আঘাত সামান্য হলেও চিকিৎসার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।