
প্রতিনিধি,অনুপম পাল,কৈলাসহর
চণ্ডীপুর বিধানসভার কাউলিকুড়া পঞ্চায়েতে শতাধিক কানি কৃষি জমি প্রায় ২৫-৩০ বছর ধরে জল নিষ্কাশনের অভাবে চাষের অনুপযোগী হয়ে পড়েছিল। বারবার দাবি জানানো সত্ত্বেও পূর্বতন বাম সরকারের আমলে কৃষকদের আবেদন উপেক্ষিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবার রাজ্য সরকারের উদ্যোগে টানেল নির্মাণের মাধ্যমে জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুরের দীর্ঘদিনের বাম দুর্গে পরিবর্তনের সূচনা হয়, যখন জনগণের আশীর্বাদে বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিংকু রায় জয়ী হন। নির্বাচনের পর কৃষকদের সমস্যা গুরুত্বসহকারে শোনেন তিনি এবং জল নিষ্কাশনের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কিছুদিনের মধ্যেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ মন্ত্রী টিংকু রায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করতে কাউলিকুড়া এলাকায় যান এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন এবং জানান, “বছরের পর বছর ধরে কৃষকরা অবহেলিত ছিলেন, কিন্তু বর্তমান সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টানেল নির্মাণের কাজ সম্পন্ন হলে কৃষিজমি আবার উর্বর হবে এবং কৃষকরা নতুন আশার আলো দেখবেন।”
দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান হতে চলায় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার সুর শোনা যায়। স্থানীয় এক কৃষক বলেন, “বছরের পর বছর আমরা জমি পড়ে থাকতে দেখেছি, চাষ করতে পারিনি। এখন সরকার আমাদের কথা শুনছে, কাজ হচ্ছে, এটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার।”
সরকারি উদ্যোগে ইতোমধ্যেই জল নিষ্কাশনের টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, এই প্রকল্প সম্পন্ন হলে পুরো অঞ্চলের কৃষিজমি ফের চাষযোগ্য হবে, যা কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে।