Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
আজ প্রথমবার ত্রিপুরার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শনে এলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সকালে তিনি শিবমূর্তির পাদদেশে পুজো দেন। তাঁর আগমনে ঊনকোটিতে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।ঊনকোটি দর্শন শেষে সকলকে আহ্বান জানান, অন্তত একবার যেন সবাই এই ঐতিহাসিক তীর্থস্থানে পরিদর্শন করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঊনকোটি সফরের মূল উদ্দেশ্য দলের কার্যকর্তাদের সঙ্গে দেখা করা। আমি সবসময় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে চলতে ভালোবাসি। তাঁদের সঙ্গে কথা বললেই মানুষের প্রকৃত সমস্যা জানা যায়। মোদিজীর নেতৃত্বে সরকার কতটা মানুষের পাশে আছে, তা বোঝা যায় কার্যকর্তাদের মুখেই। কৈলাসহরের সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে। আমার ছোট বোন এখানে পড়াশোনা করেছে। কৈলাসহর একটি সংস্কৃতির শহর, এবং সেই সংস্কৃতি আজও অটুট আছে। ২০১৮ সালের ভয়াবহ বন্যার সময় দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করেছিল। আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি, ভবিষ্যতেও কৈলাসহরের পাশে থাকবো।”
ঊনকোটি দর্শন শেষে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাসহরে দলের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন এবং সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। আগামীকাল সকালেও তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে কৈলাসহর ত্যাগ করবেন।