
বিলোনীয়া,প্রতিবেদন অনুপম পাল,আজ দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া বিকেআই মাঠে এক বিশেষ উদ্যোগের মাধ্যমে আয়োজন করা হলো দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। নেশামুক্ত ভারত অভিযান এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা ও সচেতন অংশগ্রহণ (SVEEP) কার্যক্রমের আওতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী টিংকু রায় উনার বক্তব্যে বলেন, যুবসমাজকে নেশামুক্ত রাখার পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তিনি আরও উল্লেখ করেন যে, ফুটবল খেলার মতো ক্রীড়া কার্যক্রম যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে।
গত বছরের মতো এ বছরও এই টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক স্পৃহা যেমন দেখা গেছে, তেমনি স্থানীয় জনগণের উপস্থিতিও এই আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করেছে।
টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য শুধুমাত্র ক্রীড়া উদযাপন নয়, বরং নেশার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভোটারদের মধ্যে তাদের গণতান্ত্রিক অধিকার পালনের প্রতি সচেতনতা তৈরি করা।
উদ্বোধনী ম্যাচে বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকদের উৎসাহ ছিল চরমে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুরো টুর্নামেন্ট জুড়ে নেশামুক্ত থাকার বার্তা ও ভোটার সচেতনতার বিভিন্ন কার্যক্রম চালানো হবে।