
প্রতিনিধি আব্দুল রহিম
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ত্রিপুরা রাজ্যে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়নে সরকার নিরলস প্রচেষ্টা চালালেও, টিলা বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত প্রধান সড়কের একাংশ সংস্কারের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।
এই রাস্তার কাজ শুরু হয়েছিল উন্নতমানের যন্ত্রপাতি দিয়ে, যা শুরুতে এলাকাবাসীর মধ্যে আশা জাগিয়েছিল। মেরামতির কাজ ধীরগতিতে এগিয়ে বাবুর বাজার পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানেই কাজ থমকে যায়। বাবুর বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। গর্ত ভরাটের জন্য মাঝে মাঝে পাথর ফেলা হলেও, যানবাহনের চাপে তা উঠে গিয়ে পুনরায় বড় গর্তে পরিণত হচ্ছে।
গাড়ির চালকরা জানান, রাস্তার খারাপ অবস্থার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। প্রতিদিন গাড়ির টায়ার এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক চালকের কথায়, “রাস্তার গর্তগুলো এমন অবস্থায় রয়েছে যে প্রতিবার যাতায়াতে গাড়ির ক্ষতি হচ্ছে। পাথর ফেলে গর্ত ভরাট করার যে চেষ্টা করা হয়েছে, তা কোনোভাবেই টেকসই নয়।”
পথচারীদের অভিযোগ, রাস্তার এই অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একজন পথচারী বলেন, “শহর থেকে গ্রামের দিকে রাস্তার উন্নয়ন হলেও এখানে এসে কেন কাজ থেমে গেল, সেটাই বুঝতে পারছি না। প্রতিদিন অসুবিধায় পড়ছি।”
ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েত হয়ে ধলিয়ার কান্দি পর্যন্ত রাস্তা মেরামত হলেও বাবুরবাজার থেকে ইরানি বাজার পর্যন্ত কাজ আটকে যাওয়া নিয়ে স্থানীয় মানুষ সড়ক পরিবহন ও যোগাযোগ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন কাজ থেমে গেল, তা নিয়ে কোনো সঠিক উত্তর এখনও মেলেনি।
এলাকাবাসীর দাবি, সরকার দ্রুত বাবুর বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তার সংস্কারের উদ্যোগ নিক। এ সমস্যা শুধু যাতায়াতের অসুবিধা নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের দুর্ভোগ লাঘব করা।