উদয়পুর প্রতিনিধি অনুপম পাল,ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চেয়ারপারসন ও পরিচালক তথা অতিরিক্ত সচিব ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো প্রদান করলেন। মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ গ্রহণ করে তিনি দেশের মহাকাশ গবেষণায় আরও উন্নতি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তরা এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন। তাঁর এই সফর মন্দিরে একটি ভিন্ন আবহ সৃষ্টি করে।