✍️ অনুপম পাল,কৈলাসহর
আইন-শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশের গৌরবময় ঐতিহ্য স্মরণ করে ২০২৫ সালের ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আজ অরুন্ধতীনগর পুলিশ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপনের সূচনা হয়।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের গৌরবময় স্মৃতি স্মরণ করেন। শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আর্থিক সম্মাননা প্রদান করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দলগুলোকে পুরস্কৃত করেন। এ ছাড়া অনুষ্ঠানে এক বিশেষ আকর্ষণ ছিল মলখম্ব প্রদর্শনী এবং নারীদের পরিচালিত বাইক স্টান্ট, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
ত্রিপুরা পুলিশের এই ধরনের উদযাপন শুধু আইন-শৃঙ্খলা রক্ষার প্রতি তাঁদের অবদানকে স্মরণ করিয়ে দেয় না, বরং সমাজের প্রতি তাঁদের অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করে। এমন একটি উদ্যোগ ত্রিপুরা পুলিশের ঐতিহ্য এবং গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
ত্রিপুরা পুলিশ সপ্তাহের এই ধরনের উদযাপন পুলিশ এবং জনসাধারণের মধ্যে সেতুবন্ধনকে আরো দৃঢ় করবে বলে আশা করা যায়।