
Oplus_0
সংবাদ প্রতিনিধি।অনুপম পাল।কৈলাসহর
ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্তে, রাজ্যের প্রতিভাবান আইএএস অফিসার আদিতি মজুমদার লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (এলবিএসএনএএ), মুসৌরিতে অনুষ্ঠিত ১২৭তম ইনডাকশন ট্রেনিং প্রোগ্রামের লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।
তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত ১২ই জুন ২০২৫, এলবিএসএনএএ-র বিবেকানন্দ হলে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে লোকসভা স্পিকার স্বয়ং তাকে ‘সেরা লিখিত পরীক্ষার্থী’ শংসাপত্রে ভূষিত করেন।
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, দলগত মূল্যায়নেও মিস মজুমদার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। তাঁর দল ‘গ্রুপ ১’ সেরা দল হিসেবে নির্বাচিত হয় এবং তারাও লোকসভা স্পিকারের কাছ থেকে প্রশংসাপত্র লাভ করে।
এই ১২৭তম ইনডাকশন ট্রেনিং প্রোগ্রামে দেশের ১৯টি রাজ্য থেকে মোট ৯৭ জন অফিসার অংশগ্রহণ করেন। ছয় সপ্তাহব্যাপী এই কঠোর প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিল প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং জনসেবা সম্পর্কিত নৈতিক মূল্যবোধকে আরও শানিত করা।
ত্রিপুরা থেকে যেসব অন্যান্য আইএএস অফিসাররা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তারা হলেন—অজিত শুক্লদাস, দেবানন্দ রিয়াং, সন্তোষ দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা, মিহিরকান্তি গোপ এবং উপেন্দ্র জমাতিয়া। তাদের এই সম্মিলিত উপস্থিতি জাতীয় প্রশাসনিক পরিমণ্ডলে ত্রিপুরার শক্তিশালী উপস্থিতি তুলে ধরে।
মিস আদিতি মজুমদারের এই অসাধারণ কৃতিত্ব কেবল ত্রিপুরার গৌরব বাড়িয়েই দেয়নি, বরং রাজ্যের ভবিষ্যৎ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, এলবিএসএনএএ-র প্রশিক্ষণ তার কঠোর পাঠক্রমের জন্য বিখ্যাত এবং এই পর্যায়ে সাফল্য অর্জন যেকোনও অফিসারের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।