দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,আগরতলা প্রতিবেদন,প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে ত্রিপুরার গর্ব ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজি (TIT) আরও এক ধাপ এগিয়ে গেল। প্রায় ১৬০০ ছাত্র-ছাত্রী সম্বলিত এই প্রতিষ্ঠানে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮৮৫ আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হলো।
আজ এক বিশেষ অনুষ্ঠানে অডিটোরিয়ামটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, “এই অডিটোরিয়াম শুধুমাত্র শিক্ষামূলক কার্যক্রমের জন্য নয়, বরং এটি ছাত্র-ছাত্রীদের ব্যক্তিত্ব ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। TIT রাজ্যের শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা ভবিষ্যতেও ধরে রাখা হবে।”
অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশিষ্ট কর্মকর্তারা, TIT-র অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান উপলক্ষ্যে TIT-এর NSS Unit-এর উদ্যোগে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের আহ্বায়ক জানান, “রক্তদান এক মহৎ কাজ, এবং আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক বার্তা দিতে চাই।”
ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজির এই নতুন অডিটোরিয়াম শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উদ্ভাবনী প্রকল্প রাজ্যের শিক্ষার উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।