
ত্রিপুরার গোমতী জেলার হারিয়ানন্দা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা বিদিশা মজুমদারকে ২০২৫ সালের জাতীয় শিক্ষক সম্মাননা প্রদান করার জন্য মনোনীত করেছে ভারতের শিক্ষা মন্ত্রক। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ কর্তৃক ঘোষিত এই সম্মাননা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার, যা প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয়।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান, ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতা এবং নতুন শিক্ষণ-পদ্ধতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মাননা তাঁকে প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে তিনি যেমন গুরুত্ব দিয়ে থাকেন, তেমনি বিদ্যালয়কে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর উদ্যোগ প্রশংসনীয়।
স্থানীয় অভিভাবক, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই খবরে এক আনন্দের সঞ্চার হয়েছে। তাঁরা মনে করেন, বিদিশা মজুমদারের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং গোটা ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য এক গৌরবময় অধ্যায়।
এই অসাধারণ সাফল্য নিঃসন্দেহে আগামী দিনে অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য তাঁদের উৎসাহিত করবে।