আগরতলা,প্রতিনিধি অনুপম পাল,আজ দশমীঘাট মুক্তমঞ্চে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার’স এসোসিয়েশনের উদ্যোগে ৩৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
শীতের তীব্রতার কথা মাথায় রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী নিজে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এধরনের সামাজিক উদ্যোগ মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করে। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার’স এসোসিয়েশনকে এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে শীতবস্ত্র পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।