
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
নিরীহ চোখে স্বপ্ন ছিলো, বাবার হাত ধরি,
রঙিন দুনিয়া দেখবো আমি, ফুলের মতো ভরি।
কেন দিলে বিষের পেয়ালা, বুকের কাছে টেনে?
বাবা তুমি মানুষ নাকি, পাষাণ হয়ে গেলে?
“বাবা… আমি তো চেয়েছিলাম বড় হয়ে তোমার নাম উজ্জ্বল করবো, তোমার গর্ব হবো। কিন্তু তুমি? তুমি নিজের হাতে আমাকে বিষ খাইয়ে দিলে! আমি কি শুধু মেয়ে বলেই তোমার চোখে বোঝা হয়ে গেলাম?” — এই প্রশ্ন যেন আকাশ-পাতাল কাঁপিয়ে তুলেছে খোয়াইয়ের তুলাশিখরকে।
ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দশম ব্যাটেলিয়নে কর্মরত জওয়ান রথীন্দ্র দেববর্মার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের এক বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার তুলাশিখর এলাকায়, আর মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে তুলাশিখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির প্রাণহীন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পিতা রথীন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। প্রতিবেশীরা বলছেন, “শিশুটি ছিলো পরিবারের প্রাণ, ওর হাসি আমাদের সকালকে উজ্জ্বল করে দিতো। কিন্তু এমন নিষ্ঠুরতার কথা ভাবতেও পারি না।”
শিশুর অকাল মৃত্যু শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে — কেন আজও কন্যা সন্তানকে অবহেলা, কেন আজও মেয়েদের জীবন এমনভাবে কেড়ে নেওয়া হয়?
আজ এই শিশুকন্যা নেই, কিন্তু তার নীরব প্রশ্ন যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে — “আমি তো তোমারই রক্ত-মাংসের অংশ, তবে তুমি কেমন বাবা?”