২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগে বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সালের মার্চে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি এই বিষয়ে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে। পরে গ্রেফতার হলেও জামিনে মুক্তি পান তিনি।
সম্প্রতি, মামলায় সাজা স্থগিত রাখার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আদালত জানায়, প্রেসিডেন্টের আইনি রক্ষাকবচ এই মামলায় প্রযোজ্য নয়। তবে মার্কিন আইন অনুযায়ী ট্রাম্পের জেলে যাওয়ার সম্ভাবনা নেই, আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন তিনি।
ম্যানহাটনের আদালত ইতোমধ্যেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগ, তিনি ব্যবসায়িক নথিতে জালিয়াতি করে স্টর্মিকে টাকা দিয়েছেন। যদিও ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় ট্রাম্প শিবির এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে, তবে সুপ্রিম কোর্টের রায় তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।