দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল আগরতলা,আগামী ১৪ ডিসেম্বর রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এই বিশেষ সন্ধ্যায় দর্শকদের মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা পরিবেশনার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি আরও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
বর্তমানে স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার এই প্রস্তুতি খতিয়ে দেখতে ময়দানে উপস্থিত হন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং উৎসবের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পর্যটন দপ্তরের এই উদ্যোগ শুধুমাত্র স্থানীয় জনগণের বিনোদনই নয়, রাজ্যের পর্যটন শিল্পকেও নতুন মাত্রা দিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্যুরিজম প্রোমো ফেস্টের এই সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হওয়ার আশা করা হচ্ছে।
এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিঃসন্দেহে পর্যটন উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। শ্রেয়া ঘোষালের গান উপভোগ করতে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই চরমে। রাজ্যের পর্যটন দপ্তরের এমন উদ্যোগ রাজ্যের সাংস্কৃতিক পরিসরকে আরও উজ্জ্বল করে তুলবে বলেই আশা করছেন সকলে।