✍️প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
মহারাষ্ট্রে আয়োজিত ৬৮তম জাতীয় স্কুল গেমসের যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরার ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্য রাজ্যের নাম উজ্জ্বল করেছে। বালিকাদের অনূর্ধ্ব ১৭ (আর্টিস্টিক) বিভাগে স্বর্ণপদক জয় করেছেন পরিণীতা রায়। অন্যদিকে, বালকদের অনূর্ধ্ব ১৭ (রিদমিক) বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন শুভ্রদীপ ভৌমিক।
তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী তাদের অর্জনকে রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করে বলেন, “পরিণীতা ও শুভ্রদীপের এই সাফল্য শুধু ত্রিপুরার জন্য নয়, সারা দেশের জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও তরুণ প্রতিভাদের উৎসাহিত করবে।”
পরিণীতা ও শুভ্রদীপ তাদের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাদের এই অর্জন ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরার প্রতিভার মাইলফলক হয়ে থাকবে।
ত্রিপুরার ক্রীড়াবিদরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছেন। এ ধরনের সাফল্য রাজ্যের ক্রীড়া সংস্কৃতি ও পরিকাঠামো উন্নত করার জন্য আরও উদ্যোগ নিতে সরকারকে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।