
Oplus_131072
ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,সংস্কৃত সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডঃ এইচ. লাইশেম শর্মা এবার জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন। অখিল ভারতীয় বিদ্বত্ পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় কর্মসূচিতে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হয়।
ডঃ এইচ. লাইশেম শর্মা ত্রিপুরার ঊনকোটি জেলার ধনবিলাশ গ্রামের এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক প্রতিভাবান বিদুষী। শৈশব থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ডঃ শর্মা তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ধনবিলাশ স্কুলে। কৈলাসহর বিদ্যানগর এইচ.এস. স্কুল থেকে উচ্চমাধ্যমিক এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ২০১৮ সালে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি ঊনকোটি শিশু সুরক্ষা কেন্দ্রে (ডিসিপিইউ) কাউন্সেলর হিসেবে কর্মরত রয়েছেন। শিশু সুরক্ষার ক্ষেত্রে তাঁর অবদানও প্রশংসিত। আন্তর্জাতিক নারী দিবস ২০২৪-এ, ঊনকোটি জেলার জেলা শাসক তাঁকে এই ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করেন।
সংস্কৃত সাহিত্যে তাঁর গবেষণা এবং অমূল্য অবদানের জন্য জাতীয় নির্বাচনী কমিটি তাঁকে জাতীয় সম্মানের জন্য মনোনীত করে। এই স্বীকৃতি অর্জন ডঃ শর্মার নিরলস পরিশ্রম ও প্রতিভারই প্রমাণ। বারাণসীতে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
ডঃ এইচ. লাইশেম শর্মার এই সম্মান ত্রিপুরার পাশাপাশি দেশের সংস্কৃত শিক্ষা ও সাহিত্য জগতে একটি গৌরবময় অধ্যায় সংযোজন করেছে। তাঁর এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।