প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
আজ ঊনকোটি জেলার গৌরনগর পঞ্চায়েতে অবস্থিত ছিন্নমস্তা কালীবাড়ি প্রাঙ্গণে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্ডিপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় ও বাপ্পিরাজ ফার্নিচারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। মহিলাদের মধ্যে শাড়ি, পাছড়া এবং প্রবীণদের জন্য ধুতি বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধার নিরঞ্জন দে, ম্যানেজার তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন,“দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় এবং গরিব-দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাপ্পিরাজ ফার্নিচার আমাদের সহযোগিতা করেছে।” তিনি বলেন,আমার শ্রীরামপুরের বাসভবনে এ বছর দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি।”
এছাড়াও তিনি বলেন,“আগামী ২৮ সেপ্টেম্বর, দুর্গাপূজার ষষ্ঠীর দিন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শ্রীরামপুর সংহতি সার্বজনীন পূজোয় উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেই দিনেও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।”
শারদীয় উৎসবের পূর্ব মুহূর্তে এমন কর্মসূচি এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।