
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ধর্মনগরের আনন্দ বাজার এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। শুধুমাত্র চুরির সন্দেহে ভাগিনার গায়ে এসিড ছুঁড়ে মারলেন তারই আপন মামী। এমন নির্মম ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। আহত যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিবি হাসপাতালে। অভিযুক্ত মামী কাজলী নাথকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ।
আহত যুবকের নাম সুশান্ত দেবনাথ, বয়স প্রায় ২৬ বছর। তিনি বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে ধর্মনগরের আনন্দ বাজারে। অভিযোগ, কাজলী নাথ তার ভাগিনাকে চুরির সন্দেহে বাড়িতে আটক করে এবং এরপর রাবার বাগানে ব্যবহৃত এসিড নিয়ে সোজা তার গায়ে ছুঁড়ে দেন।
সুশান্ত দেবনাথ সংবাদমাধ্যমকে জানান,
“আমি চুরি করিনি। আমার সঙ্গে যা হয়েছে, তা একদমই অন্যায়। আমার শরীর এখন জ্বলে যাচ্ছে, আমি সুবিচার চাই।”
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। নিকট আত্মীয়ের হাতে এমন নিষ্ঠুর আক্রমণ, তা রীতিমতো প্রশ্নের মুখে ফেলেছে পারিবারিক সম্পর্কের মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাজলী নাথের একটি রাবার বাগান আছে। রাবার প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত এসিডই অস্ত্র হয়ে উঠেছে ভাগিনার বিরুদ্ধে।
ধর্মনগর থানার পুলিশ আধিকারিক জানান,
“আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক রিপোর্ট ও চিকিৎসকদের মতামত অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।”