
প্রতিনিধি, অনুপম পাল | চন্ডিপুর
চা বাগান এলাকায় ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধারে উদ্যোগী হলেন চন্ডিপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আগামী ৩রা আগস্ট থেকে মনুভ্যালী মাঠে শুরু হচ্ছে শহীদ বিষ্ণু প্রসাদ গোয়ালা স্মৃতি নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট।
মূর্তি ছড়া চা বাগানের সন্তান, ১৯৯০ সালের ১২ই মার্চ কারগিল শহীদ সিআরপিএফ জওয়ান বিষ্ণু প্রসাদ গোয়ালার প্রতি শ্রদ্ধা জানাতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে দেশপ্রেম, একতা ও খেলাধুলার চেতনা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এদিন চন্ডিপুরে এক সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান আয়োজক কমিটির সভাপতি চন্দ্রশেখর কূর্মী, সহ-সভাপতি পার্থ পাল, সম্পাদক সৌরভ শীল, কোষাধ্যক্ষ মনোজ কুমার কৈরী এবং সমাজসেবক পিন্টু ঘোষ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চন্ডিপুর বিধানসভা এলাকার বিভিন্ন চা বাগানের জনপ্রতিনিধি ও ফুটবলপ্রেমী নাগরিকদের নিয়ে ২১ সদস্যের একটি টুর্নামেন্ট কমিটি গঠিত হয়েছে।
এই নক আউট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৭৫ হাজার টাকার পুরস্কার এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়াও থাকবে সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, ম্যান অফ দ্য ম্যাচসহ একাধিক পুরস্কার ও ট্রফি।
উদ্বোধনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মনুভ্যালী ও গোলকপুর চা বাগানের মহিলাদের প্রীতি ম্যাচ। খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন মন্ত্রী টিংকু রায় স্বয়ং, যিনি উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে তুলে দেবেন জার্সি ও ফুটবল।
এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি পশ্চিমা হিন্দুস্তানী চা বাগান এলাকার যুব সমাজকে সুসংহতভাবে খেলাধুলার মাধ্যমে যুক্ত করার এক অভিনব প্রয়াস। পাশাপাশি শহীদের আত্মত্যাগকে স্মরণে রেখে সমাজে দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।চা বাগানের মাটিতে ফুটবল যখন শুধু খেলা নয়, তখন তা হয়ে ওঠে ঐক্য, শ্রদ্ধা ও চেতনার প্রতীক—এই টুর্নামেন্ট তারই এক বাস্তব রূপ বলে মনে করছেন ক্রীড়া প্রেমিরা।