
Oplus_131072
কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,ঊনকোটি জেলার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর স্কুলের হলঘরে আজ নবনিযুক্ত মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ এবং বুথ সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, চন্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা বিজেপির সহ-সম্পাদক অরুণ সাহা, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল করসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর স্বাগত বক্তব্যে বলেন, চন্ডীপুর বিধানসভায় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি দলীয় কর্মীদের ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান এবং চন্ডীপুরকে রাজ্যের সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী কেন্দ্র করার লক্ষ্য নির্ধারণ করেন।
সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে যুব নেতৃত্বের ভূমিকাকে তুলে ধরে বলেন, বিজেপি বুথ ও মণ্ডল সভাপতির নির্বাচনে নতুন নীতি প্রয়োগ করেছে। এখন ৩৫-৪৫ বছরের যুবকদের দায়িত্ব প্রদান করা হচ্ছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন যে, একসময় প্রবীণদের হাতে এই দায়িত্ব থাকলেও এখন যুবশক্তির ওপর ভরসা রাখছে দল।
অনুষ্ঠানে নবনিযুক্ত মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতিদের সংবর্ধনা জানানো হয়। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগ চন্ডীপুর বিধানসভায় বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুব নেতৃত্বের হাত ধরে সংগঠনের এই পুনর্গঠন আগামী দিনে দলকে আরও গতিশীল করে তুলবে।