
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
শুখা মরসুমের শুরুতেই ঊনকোটি জেলার গ্রামাঞ্চলে পানীয়জলের সংকট তীব্র আকার নিয়েছে। “হর ঘর জল” প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। পানীয় জলের দাবিতে গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যা বিদ্যমান। যদিও পানীয় জল সরবরাহের জন্য একটি পাম্প মেশিন রয়েছে, তবু গত এক মাস ধরে তা বন্ধ। উপরন্তু, অভিযোগ উঠেছে যে ওই পাম্প অপারেটর গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে কৈলাসহর-ধর্মনগর প্রধান সড়কে পথ অবরোধ করেন, ফলে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
এই আন্দোলনের চাপে পড়ে বিজেপি দলের স্থানীয় বুথ সভাপতি ও কর্মীরা ঘটনাস্থলে এসে আশ্বাস দেন যে ওইদিনই পানীয়জল সরবরাহ করা হবে। তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে গ্রামবাসীদের দাবি, এটি সাময়িক প্রতিশ্রুতি, স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভকারীদের মধ্যে আজাদ আলি নামের এক ব্যক্তি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “চকলেট মুখে দিলেই ট্যাক্স দিতে হয়, কিন্তু সরকার মানুষের পানীয়জলের ব্যবস্থা করতে পারে না। মুখ্যমন্ত্রী কি শুধু ভোটের জন্যই কাজ করেন? মানুষের প্রয়োজন কি তার কাছে কোনো গুরুত্বই পায় না?”
গ্রামবাসীদের মতে, বিজেপি ও কংগ্রেস পঞ্চায়েত মিলেমিশে সরকারি অর্থ লুটপাট করা ছাড়া আর কিছুই করছে না। ফলে গ্রামের সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছে। সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবে কতটা সফল, তা নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ বাড়ছে।