
প্রতিনিধি অনুপম পাল | গৌরনগর
আজ গৌরনগর আরডি ব্লক চত্বরে কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মোট একুশ জন কৃষকের হাতে সম্পূর্ণ বিনামূল্যে মিনি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। প্রতিটি যন্ত্রের মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা। মূলত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর (এগ্রিকালচার) সৌমেন নন্দী সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যরা।
বক্তব্য রাখতে গিয়ে বিডিও নবারুন চক্রবর্তী বলেন, “আজকের দিনটি আমাদের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। রাজ্য সরকার ও কৃষি দপ্তর যৌথভাবে কৃষির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। আধুনিক যন্ত্রপাতি চাষের খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে সাহায্য করবে। আমি প্রত্যেক কৃষক ভাইকে অনুরোধ করব, এই যন্ত্রগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন, যাতে আগামী দিনে আরও কৃষককে এই সুবিধা দেওয়া যায়। শুধু যন্ত্র দিলেই হবে না, কৃষকদের প্রশিক্ষণের বিষয়েও আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। কৃষির আধুনিকীকরণ ছাড়া ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
অনুষ্ঠানের শেষে নির্বাচিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে মিনি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।