
ধর্মনগর প্রতিনিধি অনুপম পাল,ধর্মনগর থানার পুলিশ আবারও গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে মাদকচক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে ধর্মনগর-পানিসাগর রোডের কৃষ্ণপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশ পানিসাগর মহকুমার রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ২৩ বছর বয়সী ইমান উদ্দিনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ গ্রাম ব্রাউন সুগার, যা ১৮টি বিশেষ কেইসে সযত্নে রাখা ছিল।
ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন যে ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই মাদক উদ্ধার অভিযানে পুলিশ মাদক পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে।
এই সফল অভিযানের ফলে মাদকচক্রের কার্যকলাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে পুলিশ। সমাজে মাদকের প্রভাব বন্ধ করার জন্য পুলিশের এই ধরনের অভিযান আরও শক্তিশালী হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।