
Oplus_131072
খোয়াই,নিজস্ব প্রতিনিধি,শুক্রবার, খোয়াই জেলা শাসকের উদ্যোগে তেলিয়ামুড়া আরডি ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর পঞ্চায়েতের বাইশগড়িয়া এলাকায় নঈতালিম উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্য দিয়ে সম্প্রীতি এবং ক্রীড়ামনস্কতার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবক বিজন কর, এবং স্থানীয় পঞ্চায়েতের আমন্ত্রিত অতিথিরা। তাঁদের উপস্থিতি টুর্নামেন্টে এক বিশেষ মাত্রা যোগ করে।
প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রীড়া চেতনা জাগিয়ে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ প্রদান। খেলাধুলার মাধ্যমে সামগ্রিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। এই টুর্নামেন্ট সেই চেতনাকে আরও শক্তিশালী করে তুলেছে।
সকালে খেলার সূচনা হয় খোয়াই জেলা শাসকের নির্দেশনায়। বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং সুষ্ঠু পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিযোগিতার স্পৃহা এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব।
জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাপূর্ণ, সুস্থ এবং কর্মক্ষম হতে শেখায়।”
সমাজসেবক বিজন কর স্থানীয় যুবকদের ক্রীড়া চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এমন উদ্যোগগুলি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে।”