
Oplus_0
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
করোনা অতিমারির ভয়াবহ সময়েও মানবিকতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এক সাফাই কর্মীর বিকৃত মানসিকতা। অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর কুমারঘাট কোভিড সেন্টারে নাবালিকা দুই রোগীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ঝন্টু দেবের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হল। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেল প্রদান করেন।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ২রা সেপ্টেম্বর, যখন কোভিড আক্রান্ত হয়ে কৈলাসহর ও কুমারঘাটের দুই নাবালিকা ভর্তি ছিলেন কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। অভিযোগ অনুসারে, সাফাই কর্মী ঝন্টু দেব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই দুই নাবালিকার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে হাত দেন। পরদিন ফের একইরকম অশালীন আচরণ করার পর সন্দেহ হওয়ায় ওই দুই নাবালিকা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার মামলা নম্বর: ৬১/২০২০।
মামলাটি পরবর্তীতে তদন্ত করে কুমারঘাট থানার এএসআই আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানিতে মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ A(I) ধারার পাশাপাশি পক্সো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়।
সরকারের পক্ষ হয়ে এই গুরুত্বপূর্ণ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব।