
কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে ১৩ নং ওয়ার্ডের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে। এলাকায় রাস্তার জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, যা জনগণের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় জানিয়েছেন, “১৩ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। জনগণের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রেন নির্মাণের ফলে এলাকায় জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং জনজীবন সহজতর হবে।”
স্থানীয় বাসিন্দারা ড্রেন নির্মাণের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বর্ষাকালে জলাবদ্ধতার কারণে যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো। এখন ড্রেন নির্মাণের মাধ্যমে সেই সমস্যা সমাধান হবে।
পুর পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৈলাসহরের অন্যান্য ওয়ার্ডেও যেখানে জল নিষ্কাশনের সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে। চেয়ারপার্সন চপলা দেবরায় বলেছেন, “আমরা জনগণের চাহিদা ও সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছি।”