
সংবাদ প্রতিনিধি । অনুপম পাল। কৈলাসহর
বিকশিত ভারতের অমৃতকালে সেবা, সুশাসন ও গরীব কল্যাণের ১১ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যব্যাপী আয়োজিত ‘প্রবুদ্ধজন মত বিনিময় সভা’র এক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হলো ঊনকোটি জেলার কৈলাসহর শহরের ঊনকোটি কলাক্ষেত্রের ২ নম্বর সভাগৃহে। এই সভার আয়োজন করে কৈলাসহর ৫৩ নম্বর মন্ডল।
সভায় উপস্থিত ছিলেন ৫৩ নম্বর বিধানসভার মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহরের প্রাক্তন মন্ডল সভাপতি দীনেন্দ্র কুমার পাল, বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক বিধান দাস, প্রাক্তন সহ-সভাপতি রথীন্দ্র ভট্টাচার্যসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই সভায় শহর ও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অবসরপ্রাপ্ত শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সমাজসেবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।
মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, “গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বহুদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো ও সাধারণ পরিষেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আয়ুষ্মান ভারত, জন আরোগ্য যোজনা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়েছে।”তিনি আরও বলেন, “প্রবুদ্ধজনরা সমাজের দিশারী। তাঁদের অভিমত আমাদের ভবিষ্যতের পথনির্দেশ তৈরি করে দেয়। এই মত বিনিময় সভা দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সভায় অংশগ্রহণকারীরা কৈলাসহর শহরের রেল পরিষেবা চালু , মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা, পানীয় জলের সংকট, ট্রাফিক সমস্যা ও আধুনিক নাগরিক পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।সভা শেষে মন্ডল সভাপতির কাছে বিভিন্ন মতামত পেশ করা হয়। সভাপতির আশ্বাস, প্রাপ্ত পরামর্শ ও সমস্যাগুলিকে দলের উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরে যথাসম্ভব দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।