
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
আজ কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ঊনকোটি কলাক্ষেত্রের ২ নম্বর হলে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রায় ২০০ জনেরও বেশি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও ট্রফি তুলে দেওয়ার মুহূর্তটি।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেব রায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, ডেপুটি সিইও হেমন্ত ধর, প্রাক্তন শিক্ষক দীপক পাল, ওএসডি বেনু মাধব চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে ডেপুটি সিইও হেমন্ত ধর বলেন, “আজকের এই মুহূর্ত শুধু ছাত্রছাত্রীদের নয়, আমাদের গোটা শহরের জন্য গর্বের। আগামী দিনের ভবিষ্যৎ এদের হাতেই।”
চেয়ারপার্সন চপলা রাণী দেব রায় বলেন,“কৈলাসহর শহরের গর্ব এই কৃতি ছাত্রছাত্রীরা। এরা শুধু নিজেদের নয়, পরিবারের, শহরের এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। আমরা চাই, আগামী দিনে ওরা আরও বড় মঞ্চে আমাদের গর্বের কারণ হোক। পুর পরিষদ সর্বদা এই মেধাবী প্রজন্মের পাশে আছে।”
ভাইস চেয়ারপার্সন নীতিশ দে তাঁর বক্তব্যে বলেন,“এই ছাত্রছাত্রীদের শুধু পুরস্কৃত করাই নয়, আমাদের উদ্দেশ্য তাদের উৎসাহ দেওয়া—তারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও উজ্জ্বল হয়ে ওঠে। কৈলাসহর শহর আজ নতুন প্রজন্মের মেধায় ভরপুর। পুর পরিষদ তাদের পাশে আছে, থাকবে।”
শিক্ষাক্ষেত্রে এধরনের উৎসাহব্যঞ্জক উদ্যোগ যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলাকে আরও প্রেরণা জোগাবে, সে বিষয়ে একমত সকলেই।