
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কৈলাসহর থানার পুলিশের সক্রিয় ভূমিকায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রীসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও।
কৈলাসহর থানার ওসির নেতৃত্বে রাত প্রায় ২টো নাগাদ উদ্ধার হয় প্রচুর নেশা সামগ্রী। কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কৈলাসহর এলাকার দুই যুবক বাইকে করে শিলচর গিয়ে অবৈধ নেশা সামগ্রী নিয়ে ফিরছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বাইক নম্বর ও মোবাইল নম্বর শনাক্ত করে সার্ভিলেন্সে রাখা হয়। এরপর মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কৈলাসহর থানার পুলিশ সাদা পোশাকে প্রস্তুত থাকে চিনিবাগান নাকা পয়েন্টে। সেখানে অপেক্ষা করে তারা সন্দেহভাজনদের আটক করতে সক্ষম হয়। আটককৃত বাইকের নম্বর টিআর-০৫-সি-৯৯৫৬।
আটক হওয়া দুই যুবক হলেন সফরিকান্দি এলাকার বাসিন্দা আজিজুর রহমান ও ছাবান আলী। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে, তাদের কাছে নেশা জাতীয় দ্রব্য রয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের তল্লাশি করা হয় এবং পাঁচটি সাবানের কেসেটের মধ্যে লুকানো অবস্থায় হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা দ্রব্যের বাজারমূল্য আনুমানিক চার লক্ষ টাকা বলে জানা গেছে।
এই ঘটনায় কৈলাসহর থানায় মামলা নেওয়া হয়েছে, যার মামলা নম্বর কৈলাসহর/পিএস/১৩। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে, যাতে এই নেশা কারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করা যায়। আটককৃত দুই যুবককে আজ আদালতে সোপর্দ করা হবে।
কৈলাসহর থানার এই নেশা বিরোধী সফল অভিযানে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সঠিক কৌশলের ফলে বিপুল পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে অবৈধ নেশা কারবার বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।