
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
প্রবল বর্ষণের জেরে আবারও অচল হয়ে পড়ল কৈলাসহর-কুমারঘাট জাতীয় সড়ক ২০৮। বৃহস্পতিবার রাতের দিকে প্রবল বৃষ্টিপাতে পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত শান্তিপুর ১নং ওয়ার্ড এলাকায় বিশাল ধ্বস নামে জাতীয় সড়কে। যার ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। শুধু তাই নয়, ধ্বসের কারনে শান্তিপুর স্কুল সংলগ্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত প্রায় ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। বাইরে এসে তাঁরা দেখতে পান, জাতীয় সড়কের উপর বিপুল পাথর ও মাটি এসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে পড়ে একটি বৈদ্যুতিক খুঁটি। ফলে রাস্তায় দুই দিকের বহু যানবাহন আটকে পড়ে যায়। এছাড়াও আজ সকালে কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা বাসকেও ফিরে আসতে বাধ্য হতে হয়। যার ফলে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
শুধু শান্তিপুর নয়, প্রবল বর্ষণের জেরে জেলার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উজান জলাইয়ের ৫ নম্বর ওয়ার্ডে একাধিক গাছ উপড়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। স্থানীয় বাসিন্দা দেবব্রত দেব বলেন, “ভোর ৩টায় জাতীয় সড়কের উপর গাছ উপড়ে পড়লেও সকাল ১১টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।”
অন্যদিকে বলেহর এলাকা দিয়েও জাতীয় সড়ক ২০৮-এর বেশ কয়েকটি অংশ ভেঙে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামতির কাজ শুরু না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার এই সড়ক মেরামতির কাজ করা হলেও প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। এর ফলে একদিকে জেলার জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে।প্রশ্ন উঠছে—কখন প্রশাসন হস্তক্ষেপ করবে? যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবে কত দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, এখন তাকিয়েই রয়েছে ঊনকোটি জেলার মানুষ।