
oplus_0
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহর মহকুমার মনুনদীর বাঁধগুলোর উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং বন্যা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ৯ দফা দাবিতে সোমবার একটি বিশাল মিছিল সহকারে মহকুমা শাসকের (এসডিএম) কাছে স্মারকলিপি করা হয়েছে। বামপন্থী গণসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে জাতি-উপজাতি জনগণসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার দুপুরের আগে থেকেই মহকুমার বিভিন্ন অংশ থেকে অংশগ্রহণকারীরা সিপিআই(এম)-এর মহকুমা দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে একটি শ্লোগানমুখর মিছিল নেতাজি কর্নার, পানিচৌকি বাজার, মিনি মার্কেট, থানা মোড়, কালিদিঘীর পাড়, এবং টিআরটিসি স্ট্যান্ড হয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়।
এসডিএম প্রদীপ সরকারের কাছে ৬ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন সিআইটিইউ নেতৃত্ব অঞ্জন রায়, রনজিৎ কুমার নাথ, আনোয়ারা বেগম, বিপুল সিংহ, সুরমান আলি এবং রমেশ দেববর্মা।
এসডিএম কার্যালয়ের সামনে আয়োজিত জমায়েতে সভাপতিত্ব করেন কান্তিলাল দেব। সেখানে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, বিশ্বরূপ গোস্বামী, কৃষক নেতা ইনুচ মিঞাঁ খাদিম এবং জিএমপি নেতা বিনয় দেববর্মা। তারা ৯দফা দাবির গুরুত্ব তুলে ধরে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলো হলো,মনুনদীর সমস্ত বাঁধের উচ্চতা এবং প্রস্থ বৃদ্ধি।১)বন্যা নিয়ন্ত্রণে বাঁধগুলো সংস্কার ও প্রয়োজনে পুনঃনির্মাণ। ২)সুইচ গেইটগুলো পরিষ্কার এবং মেরামত। ৩)শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পাম্পগুলো সচল করা। ৪)বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ । ৫)পানিচৌকি বাজার সংলগ্ন বাঁধ সংস্কার। ৬)জল জীবন মিশনের পাম্পগুলোতে প্রয়োজনীয় জল সরবরাহ নিশ্চিত করা ছাড়াও আরো তিনটি দাবি তুলে ধরা হয়।
এদিনকার জমায়েতে উপস্থিত জনসাধারণের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি সমাধানহীন অবস্থায় রয়েছে। প্রতিবার বন্যার সময় বাঁধ ভেঙে মহকুমার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। বক্তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, দাবি পূরণে বিলম্ব হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।