
প্রতিনিধি অনুপম পাল। কৈলাসহর
উত্তর ত্রিপুরার কৈলাসহরের চিনিবাগান নাকা পয়েন্টে যৌথভাবে অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসা একটি বলেরো গাড়ি থেকে উদ্ধার হল ৩৯ কার্টুন বার্মিজ সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় থামানো হয়। তল্লাশির সময় গাড়ির ভিতর সিগারেট ভর্তি কার্টুনগুলো উদ্ধার হয়। গাড়ির নম্বর টিআর-০২-এফ-০৭৯৯ এবং চালক সুদীপ নাথ (৩৮) পানিসাগরের তিলথৈ এলাকার বাসিন্দা। তাকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসএফ-এর একটি টিম, যারা চেকপোস্টে পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস মালাকার।
ঘটনার বিষয়ে ওসি তাপস মালাকার বলেন,
“প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই বার্মিজ সিগারেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল। আমরা গাড়ি ও চালককে আটক করেছি এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ ও বিএসএফ-এর সমন্বিত তৎপরতার ফলেই এই চোরাচালান আটকানো সম্ভব হয়েছে। এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।