
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
কৈলাসহর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সন্তোষ দেব রায়ের স্মৃতিকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ্যোগ গ্রহণ করল শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড। আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হচ্ছে ‘সন্তোষ দেব রায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট’, যা অনুষ্ঠিত হবে কিনাইরচর মাঠে।
এই উপলক্ষে আজ সকালে কিনাইরচর ময়দানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা, প্রয়াত সন্তোষ দেব রায়ের পুত্র সন্দ্বীপ দেব রায়, সমাজকর্মী হিমাংশু দাস, নয়ন পালসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সাংবাদিক সম্মেলনে সন্দ্বীপ দেব রায় জানান, এলাকার যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করতে এবং প্রয়াত পিতার স্মৃতিকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খালেক মিয়া, সম্পাদক হয়েছেন ওয়ার্ড পঞ্চায়েত সদস্য নীলমণি নমঃ এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মুজিব আলী।
বিজয়ী দল নগদ ৬৫,০০০ টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দল নগদ ৫০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হবে। সন্দ্বীপ দেব রায় জানান, যে সমস্ত দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের দ্রুত টুর্নামেন্ট কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে।
এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য সরকারের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়।
টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। আয়োজক কমিটির পক্ষ থেকে সমস্ত কৈলাসহরবাসীকে মাঠে এসে খেলাটি উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি প্রয়াত সন্তোষ দেব রায়ের আদর্শ, স্মৃতি ও সমাজসেবামূলক জীবনযাত্রার প্রতি এক প্রকার সম্মানজ্ঞাপন বলেই মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।