
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কৈলাসহরের চন্ডীপুর বিধানসভার অন্তর্গত রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার কালীশাসন চা-বাগানে এক ভয়াবহ গণপিটুনির ঘটনায় মৃত্যু হল গাড়ি চালক প্রদীপ দাসের। ঘটনাটি ঘটে ৩ জুন, যখন একটি ওয়াগনার গাড়ি বেপরোয়া ভাবে চালিয়ে এক চা-শ্রমিককে ধাক্কা দিলে উত্তেজিত জনতা চালককে ধরে পিটিয়ে হত্যা করে ও গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরদিন নিহতের দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ সমরজিত গোয়ালা ও প্রেমজিত গোয়ালা নামে দুই চা শ্রমিককে গ্রেফতার করেছে এবং আদালতে সোপর্দ করেছে।
উক্ত ঘটনা নিয়ে পুলিশের ধরপাকড়ে বাগান শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ালে ৫ জুন বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ওসি সুকান্ত সেন চৌধুরী শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। স্থানীয় চা-শ্রমিক নেতা সন্দীপ কুর্মীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রশাসনিক কর্তাদের নিয়ে। শ্রমিক নেতা সন্দীপ কুর্মী ও কৈলাসহর থানার ওসি প্রায় ২ ঘন্টা শ্রমিকদের সাথে আলোচনা করেন। ওসি সুকান্ত সেন চৌধুরী বলেন, তদন্তে সহযোগিতা করলে দ্রুত সমাধান হবে, নচেৎ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই নৃশংস ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা, তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও গ্রেফতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।