
কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,শুক্রবার কৈলাসহরে ৮০তম জনশিক্ষা দিবস মর্যাদার সাথে পালিত হয়। দিনটির সূচনা হয় পার্টির মহকুমা দপ্তরের সামনে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক অঞ্জন রায়, নারীনেত্রী আনোয়ারা বেগম, পিয়ালী চক্রবর্তী সহ অন্যান্য পার্টি কর্মীরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিঙ্গিরবিলে, যেখানে প্রয়াত জননেতা দশরথ দেবের মর্মর মূর্তির পাশে পতাকা উত্তোলন করেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্যা সাবিএই দেববর্মা। পরে এখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শুভধন দেববর্মা।
আলোচনা সভায় জনশিক্ষা দিবসের গুরুত্ব এবং ইতিহাস তুলে ধরেন পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, জিএমপি মহকুমা সম্পাদক রমেশ দেববর্মা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা সাবিএই দেববর্মা। তাঁরা বলেন, “জনশিক্ষা দিবসের মূল উদ্দেশ্য ছিল নিরক্ষর মানুষদের শিক্ষার আলোয় নিয়ে আসা। এই আন্দোলন ছিল জাতি-উপজাতি সকল মানুষের জন্য একটি ঐক্যের প্রতীক।”
বক্তারা বর্তমানে জনশিক্ষা ব্যবস্থার ওপর আঘাত নামানোর অভিযোগ তুলে সরকারকে কটাক্ষ করেন। তাঁরা বলেন, “শিক্ষা ও সমান সুযোগ প্রাপ্তি আজ বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনশিক্ষা দিবস পালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে শিক্ষার অধিকার রক্ষার বার্তা দেওয়া হয়।