
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কৈলাসহর শহর এবং আশেপাশের উপজাতি অধ্যুষিত এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। সরকার যেখানে ‘জল জীবন মিশন’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাধারণ মানুষ আজও সুপেয় জলের জন্য হাহাকার করছে, অথচ প্রশাসন নির্বিকার।
এই সংকট নিরসনের দাবিতে সোমবার দুপুরে কৈলাসহর ডি ডাব্লিউ এস (DWS) দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে কৈলাসহর জেলা কংগ্রেস। নয় দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। কংগ্রেসের অভিযোগ, সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও, পানীয় জলের সমস্যা আজও সমাধান হয়নি।
কংগ্রেসের নেতারা জানিয়েছেন, জল জীবন মিশনের আওতায় স্থাপিত ডিপ টিউবওয়েলগুলোর মান এতটাই নিম্নমানের যে কিছুদিনের মধ্যেই পাইপলাইন নষ্ট হয়ে গেছে। এতে বহু পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। গৌরনগর আরডি ব্লকের অধীনে থাকা প্রতিটি ডিপ টিউবওয়েলের ডমেস্টিক সংযোগ দ্রুত মেরামত করা এবং যেসব পরিবার এখনও সুপেয় জল পাচ্ছে না, তাদের জন্য অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
কংগ্রেস নেতাদের অভিযোগ, পাহাড়ি অঞ্চলে পানীয় জল সংকট ভয়াবহ আকার নিয়েছে। বহু উপজাতি গ্রামে এক ফোঁটা সুপেয় জলও পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষ মাইলের পর মাইল হেঁটে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। এতে শিশু ও বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে।
জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, “ডি ডাব্লিউ এস দপ্তর হাজার হাজার কোটি টাকা খরচ করলেও, সাধারণ মানুষ একবিন্দু পানীয় জল পাচ্ছে না। পানীয় জলের নামে শুধুমাত্র প্রকল্পের বিজ্ঞাপন চলছে, বাস্তবে কিছুই করা হয়নি।’’
তিনি বলেন, “যদি অবিলম্বে পানীয় জল সংকট নিরসনে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।”
উপস্থিত কংগ্রেস কর্মীরা বলেন,সরকারের অব্যবস্থাপনার কারণেই সাধারণ মানুষ আজ ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছে। একদিকে সরকারের বড় বড় প্রকল্পের প্রচার, অন্যদিকে সাধারণ মানুষের পানীয় জলের অভাবে দুর্ভোগ। প্রতিদিন সুপেয় জলের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। জল সংকটের কারণে এলাকায় পানিবাহিত রোগের প্রকোপও বাড়ছে। “প্রশাসন আমাদের কথা শোনে না। আমরা কখনো স্থানীয় মেম্বার, কখনো প্রশাসনের কাছে যাচ্ছি, কিন্তু শুধু আশ্বাস পাই। কাজের কাজ কিছুই হয়না। অবিলম্বে সংশ্লিষ্ট এলাকা গুলোতে জল সরবরাহ স্থায়ী না করলে পথ অবরোধে বসবেন বলে হুমকিদেন কংগ্রেস কর্মীরা।