
প্রতিনিধি অনুপম পাল । কৈলাসহর
ঊনকোটি জেলার কৈলাসহর শহরের মানুষদের জন্য আত্ম-উন্নয়ন ও সুস্থ জীবনের পথ দেখাতে শুরু হচ্ছে এক নতুন ও অভিনব উদ্যোগ—“নৃত-যোগা-হিরা”। আগামী ২২শে জুন থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন তাহিরা আহমেদ, যিনি যোগশিক্ষায় স্বর্ণ পদক ও ডিপ্লোমা প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরেই যোগব্যায়াম, নৃত্য ও জুম্বা প্রশিক্ষণ দিয়ে আসছেন।
‘নৃত-যোগা-হিরা’ এমন এক অভিনব প্ল্যাটফর্ম যা শরীর ও মনের ভারসাম্য রক্ষায় যোগ এবং নৃত্যচর্চাকে একত্রে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ অনুশীলনের পথ খোঁজার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির মূল স্লোগান—“আত্ম-অন্বেষণের একটি যাত্রা”।
এই প্রসঙ্গে তাহিরা আহমেদ বলেন,“এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু শরীরচর্চা নয়, বরং একজন মানুষের ভিতরকার জড়তা কাটিয়ে তাকে আত্মবিশ্বাসী ও উদ্যমী করে তোলা। অনেকে শরীরচর্চাকে শুধু বাহ্যিক রূপান্তরের বিষয় মনে করেন, কিন্তু আমার বিশ্বাস, ভিতরের পরিবর্তন ছাড়া আসল উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন,“নৃত্য,যোগ এবং জুম্বা—তিন সম্মিলন শুধু শরীরের পেশি নয়, মনকেও নমনীয় করে তোলে। এই চর্চার মাধ্যমে মানুষ নিজের অন্তর আত্মাকে অনুভব করতে পারে।”
প্রতিষ্ঠানটি অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই ক্লাস পরিচালনা করবে, যাতে শুধুমাত্র কৈলাসহরের বাসিন্দা নয়, আশেপাশের অঞ্চলের বা দূরবর্তী এলাকার আগ্রহীরাও অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে ক্লাসে ভর্তির প্রক্রিয়া চলছে। প্রতিটি ব্যাচে সীমিত সংখ্যক অংশগ্রহণকারী রাখার পরিকল্পনা রয়েছে যাতে প্রশিক্ষণ হয় আরও কার্যকর ও নিবিড়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে। তাঁদের আশা, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি—দুইই অর্জন সম্ভব হবে।
তাহিরা আহমেদের এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য যেমন এক ইতিবাচক পথ দেখাবে, তেমনি দৈনন্দিন জীবনের মানসিক চাপ কাটিয়ে স্বস্তি খুঁজে পাওয়ার সুযোগ করে দেবে বহু মানুষের কাছে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।