
কৈলাসহর,প্রতিনিধি শুভঙ্কর দাস,কৈলাসহরের কামারকান্দি ৩ নং ওয়ার্ডে এক ১৬ বছরের মনিপুরী হিন্দু সম্প্রদায়ের নাবালিকাকে বলপূর্বক অপহরণের অভিযোগে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ইরানি থানার অধীনে মাগুরুলি এলাকার বাসিন্দা মুয়াকির আলীর ছেলে সাইফুর রহমান নামের এক মুসলিম যুবক বৃহস্পতিবার ওই নাবালিকাকে অপহরণ করে।
ঘটনার পর কৈলাসহর মহিলা থানার পুলিশ তৎপর হয়ে রাতেই মাগুরুলি এলাকায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত সাইফুর রহমান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর শুক্রবার দুপুরে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কার্যকর্তারা। আন্দোলনের নেতৃত্ব দেন সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার। তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলতে থাকবে। দীর্ঘ সময় ধরে চলা বিক্ষোভে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী উপস্থিত আন্দোলনকারীদের আশ্বাস দেন যে পুলিশ শীঘ্রই অভিযুক্ত সাইফুর রহমানকে গ্রেপ্তার করবে।
ওসির আশ্বাসে আন্দোলনকারীরা থানা ঘেরাও মুক্ত করেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার জানান, “অপরাধীর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রাখি, তবে ন্যায় বিচার না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।