কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,লোক সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং কৈলাসহর পৌর পরিষদের সহযোগিতায় আজ থেকে আইটিআই ময়দানে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্য ভিত্তিক বাউল উৎসব ২০২৫। আজ সন্ধ্যা ৭টায় এই সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাপতি অমলেন্দু দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বিশিষ্টজনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, “ত্রিপুরার সংস্কৃতির সঙ্গে বাউল সংগীতের গভীর সম্পর্ক রয়েছে। বাউল গান আমাদের লোকসংস্কৃতির একটি অপরিহার্য অংশ। এই আয়োজন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে এই উৎসব রাজ্যের সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
এই বাউল উৎসবের প্রধান উদ্দেশ্য ত্রিপুরার লোকসংগীতের প্রচার ও প্রসার। দুদিনের এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীরা তাঁদের পরিবেশনা করবেন। পাশাপাশি, বাউল গানের মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।
রাজ্য ভিত্তিক এই বাউল উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক উপভোগের ক্ষেত্রেই নয়, বরং ত্রিপুরার ঐতিহ্যবাহী শিল্পকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম দিনের আয়োজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানও সমানভাবে সফল হবে বলে আশা করছেন সংস্কৃতি প্রিয় মানুষ।